ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাদক ব্যবসায়ীর প্রাণহানি

০৭ ডিসেম্বর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটির আরোহী বিশ্বনাথ রায় ওরফে বিশ্ব (৩৬) ঘটনাস্থলেই মারা গেছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে ডিমলা-নীলফামারী বাইপাস সড়কের বাবুরহাট পুরাতন থানা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিশ্ব উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া (ভাটিয়া পাড়া) এলাকার মৃত মিমানাথ রায়ের ছেলে, এলাকায় সে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ব  নীলফামারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনার সময় তার মগজ বেড়িয়ে আসে। এ সময় ট্রাকটির চালক ট্রাক রেখে সটকে পরে। খবর পেয়ে   ট্রাকটি হেফাজতে নেয় ও লাশ উদ্ধার করে পুলিশ।

ডিমলা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ইউডি মামলা  হয়েছে।

 

মহিনুল ইসলাম সুজন/এমকে

 


মন্তব্য
জেলার খবর