পুত্রবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শ্বশুরসহ গ্রেফতার- ২

০৭ ডিসেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের বহুল আলোচিত পুত্রবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি ভুক্তভোগীর শশুরসহ ২ জনকে গ্রেফতার করেছে আদিতমারী থানা পুলিশ। সোমবার রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এদিকে এ ঘটনার বিস্তারিত জানাতে মঙ্গলবার বিকালে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলেন করেছেন লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা।

গ্রেফতাররা হচ্ছে- আদিতমারী থানার উত্তর তালুক পলাশী গ্রামের মকসুদুর রহমান (৫০) ও মনছুর আলী (৬০)। মনছুর আলী এ মামলার তিন নম্বর আসামি।

পুলিশ সুপার জানান, ২৯ নভেম্বর সকালে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীকে চেতনানাশক খাইয়ে এ ঘটনা ঘটানো হয়। অসুস্থ পুত্রবধূকে ঔষধের কথা বলে চেতনানাশক খাইয়ে দেয়া হয়। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না, তার স্বামী অটোবাইক চালানোর জন্য বাইরে ছিল। বাড়ি ফিরে স্ত্রীর কাছে থেকে ঘটনাটি জানতে পারেন স্বামী। প্রায় দেড় মাস আগে অভিযুক্তের ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়।

পুলিশ সুপার জানান, ঘটনার পর আসামি মকসুদুর রহমানের সহযোগি জাহাঙ্গীর আলম (৩২),মনছুর আলী (৬০),আলম মিয়া (৬০) বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দিয়ে ভুক্তভোগীকে অভিযুক্তের বাড়িতেই আটকে রাখে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা যেন মামলা না করে, সে জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি ও ভয়ভীতিও দেখায়। এদিকে ঘটনাটি জানতে পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তার বাবা মামলাটি করেন।

লাজু মিয়া/এমকে

 


মন্তব্য
জেলার খবর