খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ

০৮ ডিসেম্বর ২০২১

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ কার্যালয়ে তিন পদে মোট ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধু খুলনা জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩০ ডিসেম্বর, ২০২১।

 

 

যে পদগুলোর জন্য আবেদন করা যাবে:

অর্ডারলি পদে ৫ জন, নিরাপত্তাপ্রহরী পদে দুই জন ও মালি পদে দুই জন আবেদন করতে পারবেন। প্রার্থীদের যোগ্যতা ও বয়স সম্পর্কে প্রতিষ্ঠানটির ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে।

সকল পদের জন্য প্রার্থীর বয়স ৭ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর পূর্ণ হতে হবে এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান/বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনি/প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

 

আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত সরকারি চাকরির ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে প্রতিষ্টঅনটির ওয়েবসাইটে। আবেদনপত্র পূরণের পর ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

বিভাগীয় কমিশনার, খুলনার কার্যালয়ে আবেদনপত্র পাঠাতে হবে।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর