দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে, আর বেড়েছে মৃত্যু সংখ্যা। শনাক্ত হয়েছে ২৭৭ জন, মারা গেছেন ৬ জন। আগের ২৪ ঘণ্টায় ২৯১ জন শনাক্ত হয়, মারা যায় ৫ জন। বুধবার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৬ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ ২০৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬টি। শনাক্তের হার ১৪ দশমিক ২৯।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৬ জন। নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৬৪৪টি,পরীক্ষা হয়েছে ২০ হাজার ৫৪৯টি। শনাক্তের হার ১ দশমিক ৩৫। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন আর নারী ২ জন। বিভাগের মধ্যে ঢাকার ৩ জন আর চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট মিলে ৩ জন রয়েছেন। ৪ জন সরকারি হাসপাতালে আর ২ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে