সবচেয়ে ব্যয়বহুল হাসপাতালে চিকিৎসা হচ্ছে খালেদার

০৮ ডিসেম্বর ২০২১

দেশের সবচেয়ে দামি ও ব্যয়বহুল হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, তার ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতাবলে যতটুকু করার ছিল, সেটা করা হয়েছে। তার সাজাটা স্থগিত করে বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দিয়েছি। আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদার ছেলে তারেকের বউ অনলাইনে শাশুড়িকে দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তার ছেলে (তারেক), ছেলের বউ কোনও দিন তাকে দেখতে আসেনি। অবশ্য কোকোর বউ এসেছে। যাই হোক বিএনপি এতদিন পর একটা সুযোগ পেয়েছে-  অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার  দাবিতে তারা আন্দোলন করছে, করুক।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া অসুস্থ এবং দুর্নীতির দায়ে দোষী। সাজা সে ভোগ করছে। তারপর সে যখন কারাগারে ছিল। তার বড় বোন, ভাই, বোনের স্বামী- এরা সব এসেছিল। একটা মানবিক দিক থেকে তখন বাসায় থাকার অনুমতি এবং চিকিৎসার অনুমতি দেয়া হয়। এ সময় বিএনপি ক্ষমতায় থাকালে বিরোধী দলের রাজনীতিকের ওপর নিপীড়নসহ নানা অনিয়ম, অন্যায়-অবিচার হওয়ার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর