বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে পুলিশের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে ৭ পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে দাসগ্রাম (বৃন্দাবনপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। বরপক্ষের জন্য বিয়ে বাড়িতে রাখা চোলাই মদ উদ্ধারের জন্য তল্লাশি চালানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ১৮ লিটার চোলাই মদ উদ্ধার করেছে। ঘটনার পর আদিবাসী পল্লীর অর্ধশতাধিক নারী পুরুষ স্থানীয় দাসগ্রাম বাজারে অবস্থান নিয়ে পুলিশি হামলার প্রতিবাদ জানান। এ ঘটনায় ৬৯জনের নামে একটি মামলা করেছে পুলিশ।
আহতদের মধ্যে হরিদাস মাহাতো, ভক্তি রানী মাহাতো, অন্তরা মাহাতো, এসআই রেজাউল করিমের নাম নিশ্চিত হওয়া গেছে। এসআই রেজাউল করিমকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৬ পুলিশ সদস্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আদিবাসী পল্লীর বাসিন্দা জাম্বু মাহাতো জানান, আগামী শনিবার তার দুই মেয়ে পাতা মাহাতো ও লতা মাহাতোর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে। সামাজিক রীতি অনুযায়ী বরপক্ষের জন্য বাড়িতে চোলাই মদ তৈরি করে রাখা হয়। মঙ্গলবার রাতে পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এসময় আদিবাসীদের ঘর তল্লাশিকালে নারী ও পুরুষদের মারপিট করতে থাকে। এতে আদিবাসীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায় আদিবাসী নারী পুরুষ সঙ্ঘবদ্ধ হয়ে পুলিশকে ঘিরে ফেলে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুজন মাহাতো নামের একজনকে আটক করে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাদের হেফাজত থেকে চোলাই মদ উদ্ধার করতে গেলে আদিবাসীরা পুলিশের ওপর হামলা করে। এতে ৭ পুলিশ আহত হন। সরকারি কতর্ব্যকাজে বাঁধা দেয়াসহ পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে