হেলিকপ্টার দুর্ঘটনায় ভারতের সেনাপ্রধান সস্ত্রীক নিহত

০৮ ডিসেম্বর ২০২১

ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক তথা চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) বিপিন রাওয়াত বুধবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। দেশটির সেনাবাহিনীর এমআই- ১৭ হেলিকপ্টারে দুর্ঘটনার শিকার হন তিনি। এসময় তার সাথে তার স্ত্রী মধুলিকাও ছিলেন। এছাড়া আরও কয়েকজন সেনা কর্মকর্তা ছিলেন।

 

দেশটির বিমানবাহিনী সূত্রে জানানো হয়েছে, এ হেলিকপ্টার দুর্ঘটনায় সেনাপ্রধান তার স্ত্রীসহ ১৩ জন নিহত হয়েছেন। গুরুতরও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ।

 

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরি জঙ্গলে হঠাৎ ভেঙে পড়ে সেনার হেলিকপ্টার। অগ্নিদগ্ধ ও গুরুতর আহত অবস্থায় বিপিন রাওয়াতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হেলিকপ্টারে সওয়ার ১৪ জনের মধ্যে ১৩ জনেরই মৃত্যু হয়েছে। এ ১৩ জনের মধ্যেই রয়েছেন বিপিন রাওয়াত ও তার স্ত্রী মধুলিকা।

 

বুধবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নীলগিরির একটি চা বাগানের উপর ভেঙে পড়ে সেনাবাহিনীর এমআই- ১৭ ভি- ৫ হেলিকপ্টার। কৃষ্ণস্বামী নামে কুন্নুরের এক বাসিন্দা জানিয়েছেন, প্রথমেই একটি বিকট আওয়াজ পান তিনি। আওয়াজে চমকে উঠে ঘর থেকে বেরোতেই তার চোখে পড়ে একটি হেলিকপ্টার ধাক্কা মারল একটি গাছে। ধাক্কার অভিঘাতে মুহূর্তে আগুন জ্বলে ওঠে হেলিকপ্টারে। আগুনের গোলার মতো তা ধাক্কা মারে আরও একটি গাছে। কৃষ্ণস্বামীর দাবি, এই ঘটনা দেখে তারা হেলিকপ্টারের দিকে ছুটে যান। যখন সেখানে পৌঁছন, দেখতে পান কয়েকজন দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন। তাদের দেহের সিংহভাগই অগ্নিদগ্ধ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর