ট্রেনে কেটে ৩ ভাই-বোনসহ ৪ জনের প্রাণহানি

০৮ ডিসেম্বর ২০২১

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী সদরের বউবাজার মনসাপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে ৩ ভাই-বোনসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনসাপাড়া গ্রামের রেজওয়ান আলীর বড় মেয়ে রিমা আক্তার (১২), মেজো মেয়ে লিমা আক্তার (৮), ছোট ছেলে মমিনুর রহমান (৬) ও তাদের প্রতিবেশি শামীম হোসেন (৩০)।

প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা গেছে, নিজেদের বাড়ির ধারে রেললাইনে খেলছিল তিন ভাই-বোন। এ সময় চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেন একেবারেই তাদের কাছে চলে আসে। এটা দেখে রেল লাইন থেকে তাদের সরিয়ে দিতে যান শামীম হোসেন। কিন্তু তিন ভাই-বোনের সঙ্গে ট্রেনে কাটা পড়েন শামীম নিজেও।

এদিকে ঘটনার পর এলাকাবাসী চিলাহাটি থেকে খুলনাগামী অপর একটি ট্রেন ‘রূপসা এক্সপ্রেস’ ঘটনাস্থলে আটকে দেয়। ঘণ্টাখানেক পরে নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার ওসি আব্দুর রউফ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে রয়েছে।

 

মহিনুল ইসলাম সুজন/এমকে

 

 

 

 


মন্তব্য
জেলার খবর