কোনও আলোচনার প্রয়োজন নেই

২৫ ফেব্রুয়ারী ২০২২

বর্তমান সরকারকে অপসারণে কোনও আলোচনার প্রয়োজন নেই। এ দেশের রাজনীতির ‘র’ ও যারা বুঝে, তারা জানে অত্যাচার থেকে বাঁচতে এ সরকারকে অপসারণ করতে হবে। জনগণের আন্দোলনের মাধ্যমেই এ সরকারকে সরাতে হবে। এ সরকারকে যে অপসারণ করতে হবে, সেটা সব মানুষ বুঝে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। লেখক মুশতাক আহমেদ স্মরণে এ সভার আয়োজন করে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

লেখক মুশতাক প্রসঙ্গে বক্তারা বলেন, এ দেশে রিমান্ড মানেই শারীরিক নির্যাতন ও মানসিক নিপীড়ন। লেখক মুশতাককে শারীরিক ও মানসিক নিপীড়ন করে মেরে ফেলা হয়েছে। তারা বলেন, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো মানবাধিকার লঙ্ঘন করছে। সরকারের পক্ষে কাজ করতে গিয়ে পুরো বাহিনীগুলোকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দিয়েছে।

নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে বলেন, এ কমিশন নিয়োগে প্রধানমন্ত্রীর দফতর বা তার দিক থেকে যে তালিকা ধরিয়ে দেওয়া হবে, রাষ্ট্রপতি সেটাই ঘোষণা করবেন। এর বাইরে অন্য কোনও কিছু করার সুযোগ নেই। হুদা মার্কা আরেকটা কমিশন তৈরি হবে।

সভায় বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী প্রমূখ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের কেন্দ্রীয় নেতা সৈয়দ হাসিবউদ্দিন হোসেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর