বৈরি আবহাওয়া হানা দিয়েছিল ঢাকা টেস্টে। দুইদিন বলতে গেলে বল মাঠেই গড়ায়নি। পাঁচ দিনের ম্যাচ হয়ে যায় যেন তিনদিনের। এ ম্যাচের ফলাফল ড্রই ধরে নেয়া হয়েছিল। কিন্তু ইনংস ব্যবধানে পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ। সেই সাথে দেশের মাটিতে টেস্টে সর্বনিম্ন রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ল। এমন ম্যাচে এমন হার যেন কেউই প্রত্যাশা করেনি।
দিনের শুরুটা ছিল চরম হতাশার। আসা-যাওয়ায় শেষ হয় টাইগারদের ইনিংস। ৩২ ওভার ব্যাট করে মাত্র ৮৭ রানে থামে প্রথম ইনিংস। সাকিব আল হাসান ও নাজমুল হাসান শান্ত যথাক্রমে ৩৩ ও ৩০ রান করেন। এছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। পাঁচ জনই আউট হন ০ রানে।
অপ্রত্যাশিতভাবে ফলোঅনে পড়ে বাংলাদেশ। নিজেদের মাঠে ২য় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। জয়ের লক্ষে দরকার তখন ২১৩। ব্যাটিংয়ে নেমে ফের ব্যর্থতা। দলীয় ২৫ রানেই বিদায় নেন ৪ ব্যাটার। আগের ম্যাচে ডাক মারা অভিষিক্ত মাহমুদুল ফিরেছেন ৬ রানে। আরেক ওপেনার থেমেছেন ২ রানে। নাজমুল হাসান শান্ত করেছেন ৭ আর অধিনায়ক মুমিনুল করেছেন ৬ রান।
এসময় দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দ্রুত উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন তারা। লিটনের বিদায়ে ভাঙে এ জুটি। ৮১ বলে ৪৫ রান করেন তিনি। এ জুটি থেকে আসে ৭৩ রান।
লিটনের বিদায়ের পর মুশফিকের সাথে জুটি বাধেন সাকিব আল হাসান। দুর্ভাগ্যজনকভাবে রান আউটে বিদায় নেন মুশফিক। ৪৯ রানে থামে এ জুটি। ১৩৬ বলে ৪৮ রান করেন মুশফির। দর্শক তখনও ড্রর স্বপ্ন দেখছিল। মিরাজকে সাথে নিয়ে এগুচ্ছিলেন সাকিব। মিরাজকে এলবির ফাঁদে ফেলে জুটি ভাঙেন বাবর আজম। ৭০ বল খেলে ১৪ রান করেন মিরাজ।
এরপর সাকিবকে আর কেউ সঙ্গ দিতে পারেনি। সাকিব আউট হন ৬৩ রানে। ১৩০ বল খেলে এ রান করেন তিনি। আর বাংলাদেশের ইনিংস থামে ২০৫ রানে। ফলে ৮ রানে ইনিংসসহ হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যান অব দ্যা মাচ হয়েছেন পাকিস্তানের সাজিদ খান। আর ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন একই দেশের আবিদ আলি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান ১ম ইনিংস: ৩০০/৪
বাংলাদেশ ১ম ইনিংস : ৩২ ওভারে ৮৭ (সাদমান ৩, মাহমুদুল ০, শান্ত ৩০, মুমিনুল ১, মুশফিক ৫, লিটন ৬, সাকিব ৩৩, মিরাজ ০, তাইজুল ০, খালেদ ০, ইবাদত ০* ; আফ্রিদি ৪-৩-৩-১, নুমান ১২-২-৩৩-০, সাজিদ ১৫-৪-৪২-৮, বাবর ১-০-১-০)।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস (ফলোঅনের পর): ৮৪.৪ ওভারে ওভারে ২০৫ (সাদমান ২, মাহমুদুল ৬, শান্ত ৬, মুমিনুল ৭, মুশফিক ৪৮, লিটন ৪৫, সাকিব ৬৩, মিরাজ ১৪, তাইজুল ৫, খালেদ ০, ইবাদত ০*; আফ্রিদি ১৫-৫-৩১-২, হাসান ১১-৩-৩৭-২, নুমান ২০-৫-৪১-০, ফাহিম ৪-৪-০-০, সাজিদ ৩২.৪-৮-৮৬-৪, বাবর ২-১-১-১)।
ফল : ইনিংস ও ৮ রানে হেরেছে বাংলাদেশ।
আরআই