সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২১

কল-কারখানায় অশান্ত পরিবেশ সৃষ্টির বিষয়ে শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, অশান্ত পরিবেশ সৃষ্টি করতে বাইরে থেকে অনেক শ্রমিক নেতা, কোনও কোনও মহল উসকানি দিয়ে থাকেন। অশান্ত পরিবেশ সৃষ্টি হলে রফতানি বন্ধের পাশাপাশি কর্মপরিস্থিতিও থাকবে না। কাজ হারিয়ে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরতে হবে। তাই শ্রমিকদের একটা দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, মালিক-শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা এখানে  অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বুধবার ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান এবং মহিলা কর্মজীবী হোস্টেলসহ ৮টি নবনির্মিত স্থাপনা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরো বলেন, চলমান প্রতিযোগিতাময় বিশ্বে শিল্প-কলকারখানা এবং উৎপাদন-রফতানি সঠিকভাবে চালাতে হলে কারখানাগুলো  যথাযথভাবে চলার ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের অসুবিধা, পারিশ্রমিক, কর্মপরিবেশ ও সুন্দর জীবন-জীবিকার বিষয়টি মালিকদের দেখতে হবে। আবার কারখানা যেন ঠিকঠাকভাবে চালু থাকে ও উৎপাদন বৃদ্ধি পায়, সে বিষয়টি মাথায় রেখেই শ্রমিকদের কাজ করতে হবে। মালিকদের মনে রাখতে হবে- নিজেদের শ্রম দিয়ে শ্রমিকরা তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। শ্রমিকদেরও মনে রাখতে হবে— কারখানাগুলো আছে বলেই রুটি-রুজি ও জীবিকার ব্যবস্থা হয়েছে, সংসার চালাতে পারছেন।

অনুষ্ঠান থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২০’ প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

এমকে


মন্তব্য
জেলার খবর