স্টেজ শো দিয়েই ফিরছেন মিলা

০৯ ডিসেম্বর ২০২১

জনপ্রিয় পপ তারকা মিলা ইসলাম। তার বেশকিছু গান মানুষের মুখে মুখে। মহামারি করোনার প্রকোপ ও পারিবারিক কিছু ঝামেলার কারণে বেশ কিছু সময় রয়েছেন কাজের বাইরে। সবশেষ গত বছরের ডিসেম্বরের ২৩ তারিখ জি-সিরিজের ব্যানারে প্রকাশ হয় মিলার নতুন গান ‘আইস্যালা’। এ গানটিও শ্রোতারা বেশ পছন্দ করেন। সবকিছু পেছনে ফেলে আবারও কাজে ফিরছেন তিনি।

 

এরই মধ্যে স্টেজ শোতে ফিরেছেন মিলা। বড় মাপের শোগুলোই কেবল করছেন এ শিল্পী। সবশেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শো করেছেন। বিজয় দিবস উপলক্ষে ১৫ ও ১৬ ডিসেম্বর বড় মাপের দু’টি কনসার্টে অংশ নেয়ার কথা রয়েছে তার। এরমধ্যে পুরান ঢাকায় ১৫ই ডিসেম্বর একটি কনসার্টে পারফরম করবেন তিনি।  এ কনসার্টে আরও থাকছে ব্যান্ড আর্ক ও হাসান। অন্যদিকে ঠিক তার পরদিন ১৬ ডিসেম্বর চাঁদপুরের উত্তর মতলবের মোহনপুর পর্যটনে একটি বিজয় দিবসের কনসার্টে পারফর্ম করবেন মিলা।

 

মিলা বলেন, কনসার্ট আমার ভালোবাসার জায়গা। আবেগের জায়গা। শ্রোতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের জায়গা। করোনার কারণে মধ্যে দুই বছর বড় মাপের কনসার্ট তেমন আয়োজন হয়নি বললেই চলে। তবে এখন আবার শো শুরু হয়েছে। কিছু বড় মাপের কনসার্টও হচ্ছে। আর তারই ধারাবাহিকতায় কনসার্টে অংশ নিচ্ছি। বিজয় দিবসের দু’টি কনসার্ট এখন পর্যন্ত পাকাপাকি। আরও শো নিতে পারি যদি মনের মতো হয়। আশা করছি খুব ভালো একটি সিজন যাবে শিল্পীদের জন্য এবার।

 

আরআই


মন্তব্য
জেলার খবর