মডেলিংয়ে নাম লেখালেন শচীনকন্যা

০৯ ডিসেম্বর ২০২১

এবার মডেলিং দুনিয়ায় পা রাখলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার। সমপ্রতি এক পোশাকের ব্র্যান্ডের হাত ধরে গ্ল্যামার জগতে পা রাখেন তিনি। ইনস্টাগ্রামে সারার অনুসরণকারীর সংখ্যা ১৬ লাখের বেশি। প্রচারের আলোয় থাকা সারা বারবার নজর কাড়েন তার স্টাইল ও ফ্যাশন-সেন্সের কারণে। সারা যখন মুম্বইয়ের ধীরুবাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়তেন, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন তরঙ্গ তোলেন। সারল্য ও আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণে সারা জয় করেছেন অসংখ্য অনুরাগীর মন।


মন্তব্য
জেলার খবর