২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি

০৯ ডিসেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তদের কেউ মারা যায়নি। তবে নমুনা পরীক্ষায় ২৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৮৭ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত  হয়েছেন ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ১৬ জন, সুস্থ হয়েছেন ১৫ লাক ৪৩ হাজার ৪৯১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি। শনাক্তের হার ১৪ দশমিক ২৭ ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৭২৪টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৯৬টি। ১ দশমিক ২২ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

 এমকে


মন্তব্য
জেলার খবর