স্বদেশে থাকা না থাকা মুরাদের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সদ্য পদত্যাগ করা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এখন স্বদেশে না বিদেশে থাকবেন, সেটি তার নিজস্ব বিষয়। বিদেশে যেতে তার কোনও বাধা নেই। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানী ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি।

মন্ত্রী কামাল আরো জনান, তার বিদেশ যাত্রা সংক্রান্ত বিষয় আমার জানা নেই। বিদেশে বা স্বদেশে থাকার ব্যাপারে আমাদের কিছু বলার নেই।

প্রসঙ্গত, সম্প্রতি নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করায় ও একটি ফোনালাপ ফাঁসের পর তাকে নিয়ে দেশ জুড়ে সমালোচনা শুরু হয়। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার তাকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপরেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এদিকে বৃহস্পতিবার রাতে তিনি কানাডায় যাওয়ার জন্য টিকিট কেটেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানতে চান গণমাধ্যমকর্মীরা।

এমকে

 


মন্তব্য
জেলার খবর