দলগতভাবেই বিএনপি রাজনৈতিক শিষ্টাচারবর্জিত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, দলটির এক নেতার অশালীন বক্তব্যে বিএনপি নির্লজ্জভাবে দলীয় সমর্থন দেয়ায় দেশবাসী বিস্মিত, ক্ষুব্ধ ও লজ্জিত। অশ্লীল বক্তব্য প্রদানকারী বিএনপি নেতা জাতির কাছে নিঃশর্ত ক্ষমা না চাইলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে আওয়ামী লীগ। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের আরো জানান, শিষ্টাচারহীনতা ও অশালীনতা তাদের মজ্জাগত। এটা তাদের রাজনৈতিক ঐতিহ্য ও উত্তরাধিকার। তারাই এ দেশের রাজনীতিতে প্রতিহিংসার দেয়াল তুলেছে, অকৃতজ্ঞতার দৃষ্টান্ত স্থাপন করেছে। মঞ্চে-সংসদে তাদের দেয়া বক্তব্যের ভাষা বলারও অযোগ্য, ছাপারও অযোগ্য। কথায় ও কাজে পরিশীলিত রুচিবোধ ও শালীনতা তাদের মাঝে নেই। তা না হলে তাদের নেতা আলালের অরাজনৈতিক কুরুচিপূর্ণ বক্তব্যকে রাজনীতিতে সজ্জন বলে বিবেচিত মির্জা ফখরুল সাহেবরা যৌক্তিকতা আছে বলে জনসমক্ষে সার্টিফিকেট দেন কীভাবে?
ওবায়দুল কাদেরের দাবি, বিএনপির রাজনীতি এখন তলানিতে ঠেকে গেছে। মেরুদণ্ডহীন ফরমায়েশ-সর্বস্ব রাজনৈতিক দল। জন্মলগ্ন থেকেই রাজনীতির সুষ্ঠু ধারা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিবেশকে কলুষিত করে আসছে।
বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগ রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাসী। ঐতিহ্যগতভাবেই রাজনীতিতে বিনয়, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা চর্চা করে থাকে আওয়ামী লীগ। দলে কিংবা সরকারে কেউ শিষ্টাচারবহির্ভূত কাজ করলে তাকে ছাড় দেয়া হয় না-যোগ করেন ওবায়দুল কাদের।
এমকে