মানসিকতা বদলানো সঙ্গে দরকার চিন্তা-চেতনার পরিবর্তন

০৯ ডিসেম্বর ২০২১

দেশে নারীর প্রতি সহিংসতা বন্ধে  আইন করে দেয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবল আইন করলেই হবে না, এ ক্ষেত্রে মানসিকতা বদলানোর পাশাপাশি  চিন্তা-চেতনার পরিবর্তন আনতে হবে। বৃহস্পতিবার রাজধানী রাজধানীর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে সবার উদ্দেশ্যে এসব কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

নারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক অচলায়তন ভেঙে  এগিয়ে যেতে হবে। কিছু বাধা আসে, আসবে। সেই বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। অচলায়তন ভেঙে একবার এগিয়ে যেতে পারলে আর কোনও বাধা আসবে না। ইসলাম ধর্মে মেয়েদের অধিকার দেয়া আছে। এখানে সমঅধিকারের কথা বলা আছে।

বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বাসটা করতে হবে নারীরা শুধু ভোগের বস্তু না- সহযোদ্ধা, সহযোগী। সহযাত্রায় চলতে হবে, সমান অধিকার দিতে হবে।  সব জায়গায় নারী-পুরুষ সমানভাবে কাজ করছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ‘বেগম রোকেয়া পদক’ বিজয়ীদের হাতে তুলে দেন। প্রসঙ্গত, ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর কলকাতার সোদপুরে তিনি মারা যান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর