হেলমেট ব্যবহারের আহবান আইজিপির

০৯ ডিসেম্বর ২০২১

মোটরসাইকেল চালানোর সময় মানসম্মত হেলমেট ব্যবহারের জন্য চালকদের প্রতি আহবান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। মোটরসাইকেল প্রস্তুতকারক ও আমদানিকারক প্রতিষ্ঠানের কাছে  দাবি জানিয়েছেন, হেলমেট যুক্ত করে মোটরসাইকেলের প্যাকেজ মূল্য নির্ধারণ ও নিম্নমানের হেলমেট আমদানি বন্ধের। বৃহস্পতিবার বাংলাদেশে ইউএন স্ট্যান্ডার্ড হেলমেট চালুকরণ অনুষ্ঠানে এ আহবান জানান। রাজধানী ঢাকার  একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দফতর।

আইজিপি জানান, দেশে হেলমেটের কোনও সার্টিফিকেশন কর্তৃপক্ষ নেই। তাই দেশে ইউরোপীয় ইউনিয়ন অথবা ইউএন মানের হেলমেট আমদানি বা দেশে অ্যাসেম্বলিংয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ প্রধান জানান, দেশে রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সড়ক নিরাপত্তাও দিন দিন চ্যালেঞ্জ হয়ে পড়ছে। দুর্ঘটনায় কেবল সংশ্লিষ্ট পরিবারেরই ক্ষতি হয় না, দেশের অর্থনীতিরও ক্ষতি হয়। এক পরিসংখ্যানের তথ্য টেনে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ভুক্তভোগীদের বেশিরভাগই তরুণ।এদের বয়স ২০-৩০ বছরের মধ্যে। তারা দেশের উৎপাদনক্ষম জনশক্তি। গত ছয় মাসে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে ৪৭৮টি। এতে ৩৩৬ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৩০৫ জন। নিহতদের মধ্যে ২৩৯ জনের হেলমেট থাকলেও সেগুলো  ছিল নিম্নমানের। আর আহতদের মধ্যে ২২৪ জনেরই হেলমেট ছিল না।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর