প্রতিটি বিভাগে বিকেএসপি হবে: প্রধানমন্ত্রী

০৯ ডিসেম্বর ২০২১

সরকার দেশের প্রতিটি বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান- বিকেএসপি গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ইতোমধ্যেই আরও দুটোর (বিকেএসপি) অনুমোদন দেয়া হয়েছে। বাকিগুলোও করে দেয়া হবে। সব ধরনের খেলাধুলার ব্যাপারে ভালো প্রশিক্ষণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত হয়েছে। খেলাধুলা এবং শরীরচর্চা এটা খুবই প্রয়োজন। বৃহস্পতিবার অনূর্ধ্ব ১৭ বালক এবং বালিকাদের আলাদা দুটি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সব ধরণের খেলাধুলার জন্য জায়গাটা সুনির্দিষ্ট থাকবে। প্রতিটি জায়গায় বাচ্চাদের খেলাধুলার যেন একটা সুযোগ সৃষ্টি হয়, এ জন্য প্রত্যেকটা এলাকায় একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নির্দেশনা দেয়া হয়ছে। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছে সরকার। ১২ মাসই সবার খেলাধুলার জন্য প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম, উন্নতমানের খেলার মাঠ করে দেয়া হচ্ছে। খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ছেলেমেয়েরা খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার মধ্যে সম্পৃক্ত থাকলে কোনও বিপথে যাবে না। মাদকাসক্ত, জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া বা পড়াশোনা ছেড়ে দেয়া- সেগুলো করবে না। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

এমকে


মন্তব্য
জেলার খবর