একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ

২৫ ফেব্রুয়ারী ২০২২

ভোলা প্রতিনিধি:

ভোলায় একসঙ্গে তিন সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এদের মধ্যে দু’জন ছেলে ও একজন মেয়ে। এ তিন নবজাতকসহ তাদের মা সুমাইয়া আক্তার (২৭) সুস্থ আছেন।  বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা সদর রোড়ের একটি বেসরকারি  হাসপাতালে অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাদের ভূমিষ্ঠ করানো হয়।

সুমাইয়া আক্তার ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের বাসিন্দা মো. ইব্রাহীমের স্ত্রী। হাসপাতালটির পরিচালক মো. ইউনুছ শরীফ বলেন, প্রথমে দুটি ছেলে ও পরে মেয়েটি ভূমিষ্ঠ হয়। হাসপাতালেই তারা চিকিৎসা নিচ্ছেন। ওই প্রসূতির পরিবার আগে থেকেই পেটে যমজ শিশু থাকার বিষয়টি জানতেন। একসঙ্গে তিন সন্তান পেয়ে তারা খুশি।

কামরুজ্জামান শাহীন/এমকে


মন্তব্য
জেলার খবর