রাওয়াতের শেষৃত্য শুক্রবার

০৯ ডিসেম্বর ২০২১

ভারতের সেনাপ্রধান ও প্রথম সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের শেষকৃত্য আগামীকাল শুক্রবার সম্পন্ন হবে বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবার হেলিকপ্টার দুর্ঢ়টনায় সস্ত্রীক নিহত হন তিনি। এ সময় তার সাথে থাকা তার দেহরক্ষীসহ আরো ১০ জন নিহত হন।

 

বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর নীলগিরি থেকে দিল্লির পালাম বিমানবন্দরে আনা হচে জেনারেল বিপিন রাওোতের লাশ। তার সাথে তার স্ত্রী ও অন্য ১০ জনের লাশও আনা হয়েছে দিল্লিতে। সেখানে তাদের শেষ শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তিন বাহিনীর প্রধানগণ। এসময় জেনারেল রাওয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানান মোদি।

 

শুক্রবার সকাল ১১টা থেকে রাওয়তের দেহ রাখা থাকবে তার দিল্লির বাড়িতে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। সাডে় ১২টা থেকে থেকে দুপুর ২টোা পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও সরকারি কর্মকর্তারা। দুপুর দুটাং সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়াতের শেষযাত্রা। বিকেল ৪টায় রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন করা হবে।


মন্তব্য
জেলার খবর