শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা আজ

১০ ডিসেম্বর ২০২১

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিনটি পদের কর্মচারী নিয়োগে লিখিত পরীক্ষা (এমসিকিউ) আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ক্যাশিয়ার ও স্টোরকিপার পদের লিখিত পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর ৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এ লিংক (http://www.dshe.gov.bd/sites/default/files/files/dshe.portal.gov.bd/notices/1c830f6e_a0ee_4442_a52e_40e5638a8440/Roll-Range-10.12.2021.pdf) থেকে লিখিত পরীক্ষার আসনবিন্যাস জানা যাবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর