বাংলাদেশ ডেন্টাল কলেজে নিয়োগ

১০ ডিসেম্বর ২০২১

বাংলাদেশ ডেন্টাল কলেজে শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক লোকবল নেবে। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল কলেজ বরাবর আবেদন করতে বলো হয়েছে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ, ১৭ ডিসেম্বর ২০২১।

 

১. সহযোগী অধ্যাপক পদে ডেন্টাল অ্যানাটমি, পেরিওডোন্টালজি অ্যান্ড ওরাল প্যাথলজি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি ও অর্থোডন্টিকস বিভাগে নিয়োগ দেয়া হবে।

 

২. ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে অধ্যাপক পদে নিয়োগ দেয়া হবে।

 

আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে। বিএমডিসির সব শর্ত পূরণ করতে হবে।

 

আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র, মার্কশিট, ট্রান্সক্রিপশন, অভিজ্ঞতা, পাবলিকেশনের সত্যায়িত অনুলিপি ও পাসপোর্ট সাইজের দুই কপি ছবি পাঠাতে হবে। অধ্যক্ষ, বাংলাদেশ ডেন্টাল কলেজ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর