এম এ জিন্নাহ, চাটমোহর (পাবনা):
পাবনার চাটমোহরে একই দিনে দুই গ্রাম থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট পরিবারের লোকজন। শুক্রবার দুপুরে সজনাই ও সন্ধ্যার আগে গুনাইগাছা পশ্চিমপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
সজনাই গ্রাম থেকে উদ্ধার করা লাশটি সুরতি বেগমের (৭০), তিনি ওই গ্রামের মৃত মিনাজ উদ্দিনের স্ত্রী। আর গুনাইগাছা পশ্চিমপাড়া গ্রাম থেকে উদ্ধার করা লাশটি নূপুর খাতুনের (১৭), সে ওই গ্রামেরই বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে সুরতি বেগম তার শোবার ঘরে ঘুমাতে যায়। সকালে তার নাতি ঘুম থেকে ওঠে তার ঘরে গিয়ে দেখেন- তিনি ডাবের সঙ্গে ঝুলছেন, গলায় রশি পেঁচানো ছিল। পরে পরিবারের লোকজন লাশ নামায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সুরতি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন।
অন্যদিকে, নিজেদের ঘরের ডাবের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল নূপুর। ঘটনার আগে টেলিভিশন দেখা নিয়ে নিজের মা তাকে তিরস্কার করেছিলেন।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসন বলছেন- লাশ ময়নাতদন্ত হবে। লাশ থানাতেই আছে, রাতের কারণে মর্গে পাঠানো হয়নি। আলাদা দুটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলেই কিভাবে মৃত্যু হয়েছে, সেটা জানা যাবে।
মহিদুল খান