সূচকের উত্থান, কমেছে লেনদেন

১০ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সূচকের উত্থান দেখা গেছে। সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর বাড়লেও আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে, অঙ্কের পরিমাণে  ১০৮ কোটি ৯৩ লাখ টাকা।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৩২ দশমিক ৬০ পয়েন্ট ছয় হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে, ডিএসইএস সূচক আট দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ১৪ পয়েন্ট  বেড়ে দুই হাজার ৬৩২ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেনে অংশ নেয়া ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৭টির। লেনদেন হয় এক হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে এসকে ট্রিমস লিমিটেড শীর্ষে থাকে। লেনদেন হয়  ৭৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার। দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৮৩ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর