বিয়ে করলেন ক্যাটরিনা-ভিকি

১০ ডিসেম্বর ২০২১

সব জল্পণা কল্পণার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে করেই ফেললেন বলিউড সুপার স্টার ক্যাটরিনা কাইফ। ঘিয়ে রঙা শেরওয়ানি আর পাগড়িতে বরবেশে ভিকি কৌশল। গায়ে চাপিয়েছেন একই রঙের উত্তরীয়।

 

বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ সাতপাক ঘুরেছেন এ দুই তারকা। শিশমহলে বসেছিল বিয়ের মণ্ডপ। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা মণ্ডপে কনে এসেছেন কাচের কাজ করা পাল্কিতে। বর এসেছেন সাদা ঘোড়ায় চেপে। লাল লেহঙ্গা, গলায় মালা, মাথায় জড়োয়ার সাজ নববধূর।

 

শিশমহলের ভেতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। মণ্ডপের চার দিকে তাবু খাটানো হয়েছিল অতিথিদের জন্য। সঙ্গে ছিল জমাটি ভুরিভোজ। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি এসেছে তারকাদের বিয়েতে। কাটা হয়েছে চার লক্ষ টাকার কেকও।

 

তা ছাড়া মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি ছিল অতিথিদের জন্য। আনা হয়েছিল ১০০টি করে শিঙারা এবং ধোকলা। কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছে ফল-সবজি।

 

 

আরআই


মন্তব্য
জেলার খবর