মন্তব্য
চরম ব্যর্থতা দিয়ে শেষ হলো পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সিরিজ। সিরিজ শেষ হয়েছে ৮ ডিসেম্বর। তারপর দিনই নিউজিল্যান্ডে উড়াল দিয়েছে মাহমুদুল্লাহ-মুমিনুলরা। সেখানে কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজ থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কান সাবেক স্পিনার রঙ্গনা হেরাথ।
মাঝে কয়েকটি সিরিজে হেরাথ টাইগারদের স্পিনারদের দায়িত্ব সামলেছিলেন। এবার স্পিন বোলিং পরামর্শক হিসেবে দীর্ঘমেয়াদে দায়িত্ব নিয়েছেন। দুই বছরের চুক্তিতে হেরাথকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, হেরাথের সঙ্গে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত চুক্তি করা হয়েছে। ভারতে ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশের সঙ্গে যুক্ত থাকবেন হেরাথ।
আরআই