বোথাম-সোবার্স-কপিলকে পেছনে ফেললেন সাকিব

১০ ডিসেম্বর ২০২১

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আপ্রাণ লড়েও বাংলাদেশের ইনিংসে হার বাঁচাতে পারেননি সাকিব আল হাসান। দল হারলেও নিজেকে উচ্চতায় তুলেছেন তিনি। এবার পেছনে ফেলে দিয়েছেন ইয়ান বোথাম, স্যার গারফিল্ড সোবার্স, কপিল দেবদের।

 

চট্টগ্রাম টেস্টে ইনজুরির কারণে বাইরে থাকতে হয়েছিল সাকিবকে। ঢাকা টেস্টে ফিটনেস পরীক্ষা উতরে ঠিকই দলে ফিরেছিলেন। চরম ব্যাটিং ব্যর্থতার ম্যাচে নিজেকে মেলে ধরেছিলেন অন্যদের থেকে আলাদাভাবে। প্রথম ইনিংসে করেন ৩৩ রান। আর পরের ইনিংসে করেন ৬৩। আর তাতেই পেছনে ফেলেছেন এসব ক্রিককেটারদের।

 

দ্রুততম ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০০ রান এবং ২০০ উইকেটের নজির গডছেন। ষষ্ঠ ক্রিকেটার হিসেবে এ নজির গড়লেন তিনি। মাত্র ৫৯ টেস্টে এ নজির তৈরি করেছেন সাকিব। তার নিকটতম ক্রিকেটার বথাম, যিনি ৬৯ ম্যাচে এই কীর্তি স্থাপন করেছিলেন। সোবার্স এই নজির গড়েন ৮০তম টেস্ট ম্যাচে। কপিলের লেগেছিল ৯৭টি ম্যাচ। এ ছাড়া তালিকায় রয়েছে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, যাদের লেগেছিল যথাক্রমে ১০১ ও ১০২টি ম্যাচ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর