ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সাংবাদিকের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞা

১০ ডিসেম্বর ২০২১

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলের রিপোর্টার ও টেলিভিশন প্রডিউসার আলি রেজভানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন। রাজনৈতিক বন্দীদের বিষয়ে ভুলতথ্য ছড়ানোর অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জানিয়েছে দেশটি।

 

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের এক অধিবেশনে লেবার পার্টির এমপি ক্রিস ব্রায়ান্ট নিষিদ্ধ ইরানি নাগরিকদের তালিকা পড়ে শোনান। এসময় ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবির রিপোর্টার ও প্রোডিউসার আলি রেজভানির নাম অন্তর্ভুক্ত ছিল।

 

ব্রিটেনের অভিযোগ, ইরানের এ সাংবাদিক রাজনৈতিক বন্দী, ভিন্নমতাবলম্বী ও পণবন্দীদের জিজ্ঞাসাবাদ করতেন। এছাড়া তাদের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করে তা প্রচার করে থাকেন। ইরানের এ সাংবাদিক গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেন বলেও অভিযোগ করা হয়।

 

ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা প্রসঙ্গে আইআরিআইবি’র প্রধান পেইমান জেবেলি বলেন, এই রিপোর্টার প্রকৃতপক্ষে গণমাধ্যমের একজন সাহসী যোদ্ধা। তার বিরুদ্ধে ব্রিটিশ সরকারের নেয়া পদক্ষেপ তাদের রাজনৈতিক নির্বুদ্ধিতার পরিচয়।

 

আরআই


মন্তব্য
জেলার খবর