১১০টি দেশের প্রতিনিধি নিয়ে বৃহস্পতিবার থেকে গণতন্ত্র সম্মেলন শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অনলাইন ভিত্তিক এ সম্মেলনের প্রথম বক্তব্যে আমেরিকার গণতন্ত্রে গলদ আছে বলে অকপটে স্বীকার করলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টেকসই ও উদ্বেগজনক বাধা বিপত্তির সামনে গণতন্ত্র শক্তিশালী করতে বিশ্বব্যাপী সর্বজনীন মানবাধিকার নিশ্চিত করা প্রয়োজন।
গণতন্ত্র সম্মেলনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি আরও বলেন, আমি এ শীর্ষ সম্মেলন করতে চেয়েছি এই কারণে যে আমরা সবাই জানি যুক্তরাষ্ট্রেও আমাদের গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো প্রয়োজন। ভুল শুধরে নেয়া প্রয়োজন।
গোটা বিশ্বেই গণতন্ত্র সঙ্কটাপন্ন স্বীকার করে বাইডেন বলেন, বহু দেশে গণতন্ত্রের বিপরীত রাজনীতি শুরু হয়েছে। যে সব দেশে এখনও গণতন্ত্র আছে, তাদের উচিত গণতন্ত্রকে রক্ষা করা এবং অন্যদের প্রভাবিত করার চেষ্টা করা। গণতন্ত্র হঠাৎ করে আসেনি। দীর্ঘদিনের লড়াইয়ের ফসল গণতন্ত্র। আগামী প্রজন্মের কাছেও তা পৌঁছে দিতে হবে।
আরআই