বিশ্বব্যাপি ছড়িয়ে পড়েছে করোনাভাইরান। এ কথা নতুন নয়। তবে নতুন নতুন ভ্যারিয়েন্টে ভাইরাসটি সংক্রমণ ছড়াচ্ছে। টিকা আবিষ্কার হলেও রোখা যাচ্ছে না সংক্রমণ। তবুও টিকার ওপর জোর দিচ্ছে বিশ্ব। এবার টিকা বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা জারি করেছে দেশটি। এ ঘোষণা অনুযায়ী, ১৪ বছরোর্ধ্ব মানুষদের জন্য কোভিড টিকা বাধ্যতামূলক করা হয়েছে। যারা এ টিকা গ্রহণ করবে না, তাদের প্রতিমাস অন্তর ৩ হাজার ৬শ’ ইউরো (৪০৭১ ডলার) জরিমানা করা হবে। খবর আল জাজিরার।
অস্ট্রিয়ার মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ পূর্ণাঙ্গ ডোজ টিকা নিয়েছে। এটি পশ্চিম ইউরোপের টিকাদানের নিম্ন হারের একটি। দেশটির অনেক নাগরিক টিকা নিয়ে সন্দেহপ্রবণ। পার্লামেন্টের তৃতীয় বৃহত্তম দল ডানপন্থী ফ্রিডম পার্টি এই সন্দেহপ্রবণতাকে উসকে দিচ্ছে।
তিন সপ্তাহ আগে অস্ট্রিয়াতে সংক্রমণ রেকর্ড মাত্রায় পৌঁছায়। এরপর সরকার চতুর্থ জাতীয় লকডাউন ঘোষণা করে। তখনই বলা হয়েছিল, প্রথম ইউরোপীয় দেশ হিসেবে সবার জন্য টিকা বাধ্যতামূলক করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী ওল্ফগ্যাং মুয়েকস্টেইন জানান, তিন মাস অন্তর টিকা নেওয়ার সময়সীমা থাকবে। কর্তৃপক্ষ কেন্দ্রীয় টিকা রেজিস্টার যাচাই করবে। তালিকায় নাম না থাকলে জরিমানার প্রক্রীয়া শুরু হবে। নিয়মিত প্রক্রিয়া হিসেবে ৩ হাজার ৬০০ ইউরো জরিমানা করা হবে।
আরআই