বাংলাদেশে করোনা মহামারি থেকে একটি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংক। প্রবৃদ্ধির ধারাবাহিকতাকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ সংস্থাটি। একই সঙ্গে করোনা নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের প্রশংসাও করেছে তারা। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ শ্যাফার একসপ্তাহের সফরে বাংলাদেশ আছেন। তিনি জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ধারাবাহিকতা চোখে পড়ার মতো। করোনার কারণে ক্ষতিগ্রস্ত হলেও সরকারের সক্রিয় পদক্ষেপের ফলে বর্তমানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশ্বব্যাংকের ধারাবাহিক সহায়তার জন্য সরকারি, বেসরকারি ও ব্যবসায়িক পরিস্থিতি শক্তিশালী অবস্থানে রাখতে হবে।এতে দক্ষ শ্রমশক্তি গড়ে তুলতে সময়োপযোগী নীতিগত পদক্ষেপের প্রয়োজন পড়বে।
বিশ্বব্যাংক জানায়, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত সহায়তার জন্য নির্দেশনা দিতে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের জন্য নতুন কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের প্রস্তুতি শুরু করছে। এতে সরকার ও বেসরকারি খাতসহ অংশীদারদের সঙ্গে একটি শক্তিশালী পরামর্শ প্রক্রিয়া অন্তর্ভুক্ত হবে। ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত হতে বাংলাদেশ কাজ করতে থাকায় অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে প্রতিটি পদক্ষেপে থাকবে বিশ্বব্যাংক। এটি বাংলাদেশের জনগণের জন্য আরও উন্নয়নমূলক ও অন্তর্ভুক্তমূলক হবে বলেও মন্তব্য করেন হার্টইউগ শ্যাফার।
এমকে