বিয়ের দিনে কনের বাড়ি থেকে বর গেলেন কারাগারে

১০ ডিসেম্বর ২০২১

লাজু মিয়া,  লালমনিরহাট:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিয়ে করতে এসে কারাগারে যেতে হলো রতন মিয়া (২২) নামের এক যুবককে। বাল্যবিয়ে প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত করে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার হাতিবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবী এলাকায় কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও  উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।

রতন মিয়া জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার রহিদুল ইসলামের ছেলে। উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন বলেন, ওই এলাকার এক বাড়িতে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর বিয়ে হচ্ছে- গোপনে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় প্রশাসন আসার খবর পেয়ে বরযাত্রী ও কনের বাবা সটকে পড়েন। কিন্তু বর রতন মিয়াকে আটক করে গ্রামপুলিশ।

 

লাজু মিয়া/এমকে


মন্তব্য
জেলার খবর