মুসলিমদের আবশ্যকীয় বিধান পর্দা করা বা হিজাব পরা। সে বিধান পালন করতে গিয়েই এবার চাকরি খোয়ালেন এক শিক্ষিকা। তিনি কানাডার অঙ্গরাজ্য কুইবেকের চেলসিতে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।
বিল ২১ নামের এক আইনের কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে ওই মুসলিম নারীকে। ওই আইনে বলা হয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবেন না। ফলে তাকে ক্লাসে ঢুকতে বাধা দেয়া হয়। বলা হয় হিজাব ছাড়তে। হিজাব ছাড়লে ক্লাসে যেতে পারবে, শিক্ষার্থীদের পড়াতে পারবে, চাকরি থাকবে। আর হিজাব না ছাড়লে, সবকিছু কেড়ে নেয়া হবে। ওই হিজাবকেই বেছে নিলেন। খবর সিটিভি নিউজের।
ওই প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের অভিভাবকের কাছে এক ইমেইল পাঠায় স্কুল কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ওই শিক্ষিকাকে আর শিক্ষার্থীদের ক্লাস নিবেন না। কারণ বিল ২১ অনুযায়ী হিজাব তিনি হিজাব পরতে পারবেন না। হিজাব না ছাড়ায় তাকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বিল ২১ আইনের কারণে বিব্রত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরাও। তারা ওই নারীকে সমর্থন করেছেন। এক অভিভাবক বলেন, ‘একজন শিক্ষার্থীর মা হিসেবে আমাদের ক্ষুদ্র সমাজে এমনটা করা হচ্ছে দেখে মর্মাহত হয়েছি। এখন আমাদের শিশুদের সাথে কথা বলতে হবে। তাদের কাছে এর কারণ ব্যাখ্যা করতে হবে। এটি খুবই দুঃখজনক।’
আরআই