মন্তব্য
চীন-তাইওয়ান উত্তেজনা বেড়েই চলেছে। চীন দেশটিকে নিজেদের অঙ্গরাজ্য গন্য করছে। অন্যদিনে নিজেদেরকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করছে তাইওয়ান। এ কারণে সমস্যা আরো ঘণীভূত হচ্ছে। এরই মধ্যে তাইওয়ানের আকাশ সীমায় চীনের যুদ্ধবিমান প্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
চলতি বছরে এ নিয়ে টানা তিনবার তাইওয়ানের আকাশ সীমায় প্রবেশ করল চীন। ২ ও ৫ অক্টোবর তাইওয়ানের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছিল। শুক্রবার (১০ ডিসেম্বর) চীনের অন্তত ১৩ টি ফাইটার প্লেন তাইওয়ানের আকাশসীমার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে (এডিআইজেড) প্রবেশ করেছে।
তাইওয়াস সরকারের অভিযোগ, গত এক বছর ধরে চীন আকাশ সীমা মানছে না। এ বছরের ২ অক্টোবর তাইওয়ানের আকাশ সীমায় ১৫০টি যুদ্ধবিমান পাঠিয়েছিল চীন।
আরআই