মন্তব্য
দেশে মঙ্গলবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৪৫৮ জনের। করোনায় ভুগে মারা গেছেন দুই জন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৪ জন। মঙ্গলবার (১১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ ২৪ ঘণ্টায় ৮ দশমিক ৯৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহীত হয়েছে ২৭ হাজার ৭০৯টি, পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৩৯৯টি। মারা যাওয়া দু’জন পুরুষ। তারা চট্টগ্রাম ও খুলনা বিভাগের বাসিন্দা,মারা গেছেন সরকারি হাসপাতালে।
অধিদফতর জানায়, এখন পর্যন্ত ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২৮ হাজার ১০৭ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৭ লাখ ২৫ হাজার ৩৩৭টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৩।
এমকে