ফের আদালতে শাহরুখ পুত্র

১১ ডিসেম্বর ২০২১

বলিউড সুপার স্টার ষাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সম্প্রতি মাদক মামলায় গ্রেফতার হন। কিছুদিন জেলও খাটতে হয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর বর্তমানে বাড়িতে আছেন।

 

তবে ফের আরিয়ানকে আদালতে যেতে দেখা গেল। মূলত জামিনের শর্ত শিথিল করতেই হাইকোর্টে যাওয়া। ভারতীয় সংবাদ মধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

 

 এতে বলা হয়, জামিন সংক্রান্ত বেশ কয়েকটি শর্তের পরিবর্তন চেয়ে এই আবেদন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো— প্রতি শুক্রবার এনসিবির দফতরে হাজিরা দেয়া।

 

গত ২৯ অক্টোবর আরিয়ানসহ এই মামলায় জামিন পান আরিয়ান। তার সাথে জামিন মেলে আরো ৩ জনের। জামিন দেয়া হয় ১৩টি শর্তে। যার মধ্যে ছিল প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ২টার মধ্যে মুম্বাইয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দফতরে হাজিরা দেয়া। তবে এই শর্তের শিথিলতা চেয়ে এবার হাইকোর্টে আবেদন করেছেন আরিয়ান। তার আবেদন আগামী ১৩ ডিসেম্বর বিচারপতি সাম্ব্রের সামনে তা পেশ করা হবে বলে জানা গেছে।

 

আরজিতে বলা হয়েছে, প্রতি শুক্রবার হাজিরা দিতে গিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পাহারায় তাকে দফতরের ভেতর নিয়ে যাওয়া হয়, যাতে সাংবাদিকরা তার কাছে পৌঁছাতে না পারে। আরিয়ানের যুক্তি, প্রতি শুক্রবার এভাবে হাজিরা দিতে গিয়ে তার অস্বস্তি আরও বাড়ছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর