ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। সম্প্রতি আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংকটির সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) পদের মৌখিক পরীক্ষা ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে বেলা তিনটায়।
এছাড়া মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রধান ভবনে এ পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা শুরু হবে বেলা তিনটায়।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে কেন্দ্রে আসতে হবে। প্রার্থীকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে এবং কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
আরআই