বাংলাদেশে ওমিক্রন শনাক্ত

১১ ডিসেম্বর ২০২১

দেশে প্রথমবারের মতো করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ শনাক্ত হয়েছে। আক্রান্তদের দু’জনই নারী- ক্রিকেট দলের সদস্য। শনাক্ত হওয়ার আগে জিম্বাবুয়ে সফরে ছিলেন তারা। সেখান থেকে ফেরত আসার পরে এখন কোয়ারেন্টিনে আছেন। শনিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানিয়েছেন। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানান, তারা এখন সম্পূর্ণ সুস্থ। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।

১, ৩ ও ৫ ডিসেম্বর তিন দফায় তাদের শরীর থেকে নেয়া নমুনা পরীক্ষা হয়েছে। তৃতীয় টেস্টের ফলাফলে করোনা পজিটিভ পাওয়া গেছে, ফলাফল জানানো হয়েছে শনিবার।

এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে জিম্বাবুয়ে যায় নারী ক্রিকেট দল, খেলা শেষে গত ১ ডিসেম্বর দেশে ফেরে। এরপর নমুনা পরীক্ষায় নারী ক্রিকেট দলটির দুই খেলোয়াড় করোনাভাইরাস পজিটিভ হয়। যে কারণে পুরো দলকেই রাজধানীর একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

 

আরআই/এমকে


মন্তব্য
জেলার খবর