দেশে সবগুলো বন্দুকযুদ্ধের (ক্রসফায়ার) ঘটনারই জুডিশিয়াল একটি ইনকোয়ারি হয়। ইচ্ছে করলেই আইনশৃঙ্খলা বাহিনীর কেউ ক্রসফায়ার কিংবা গুলি করতে পারে না। শনিবার রাজধানী ঢাকায় ওয়াসা ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক ৬ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বিষয়ে প্রশ্নটি করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইনকোয়ারিতে দেখা হয়- এর পেছনে যথাযথ কারণ ছিল কিনা, নাকি গাফিলতি ছিল। কোথাও গাফিলতি পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা হয়। এ ঘটনার পেছনে কোনও কারণ ছিল বলেই আমাদের কাছে প্রতীয়মান। এ ঘটনা শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ঘটছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আমেরিকান সরকারের দেয়া নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রতিবেদনটি এখনও আমার টেবিলে আসেনি। না দেখে পুরো মন্তব্য করা সম্ভব নয়।
এমকে