চালকদের সতর্ক থাকতে হবে

১১ ডিসেম্বর ২০২১

ঘন কুয়াশার মধ্যে সড়ক ও মহাসড়কে অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই এ সময়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানী ঢাকার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এ পরামর্শ দেন।

সতর্কতা হিসাবে ওবায়দুল কাদের আরো বলেছেন, এখন গাড়ি চালনার ক্ষেত্রে  সবাইকে ফগ লাইট জ্বালিয়ে চলতে। গতিসীমার বিধি-নিষেধ মেনে চলতে। নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বিএনপি নেতাদের নানা কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি।

এমকে


মন্তব্য
জেলার খবর