কৃষিপণ্যের বহুমুখীকরণ নিশ্চিতে গতি পাবে অর্থনীতি

১১ ডিসেম্বর ২০২১

দেশের অর্থনীতি কৃষি নির্ভর উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কৃষিখাত আধুনিকায়নের মাধ্যমে উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ নিশ্চিত করতে পারলেই আরও গতিশীল হবে অর্থনীতি। পাশাপাশি উচ্চ প্রবৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্ব দিতে হবে এসএমই খাতকে । শনিবার রাজধানী ঢাকার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) গুলশান সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন

বাণিজ্যমন্ত্রী জানান, ২০৪১ সালের সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব ব্যবসায়ী সমাজকে একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান প্রমুখ বক্তব্য দেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর