যুক্তরাষ্ট্রের ৫টি রাজ্যে ২৪টি টর্নেডো আঘাত হেনেছে। এতে অর্ধশতাধিকের বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, সেখানে অন্তত ৫০ জনের প্রাণ হানির আশঙ্কা করা হচ্ছে। তিনি জানান, তার রাজ্যে অধিকাংশ ক্ষয়ক্ষতি হয়েছে গ্রেভ কাউন্টি এলাকায়। সেখানকার মেফিল্ড শহরটি টর্নেডোর নজিরবিহীন তাণ্ডবের শিকার হয়েছে। খবর সিএনএন।
স্থানীয় সময় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান। তিনি আরো জানান, তাদের বিশ্বাস কেন্টাকিতে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে। এটি ৭০ থেকে ১০০-এর কাছাকাছিও হতে পারে। টর্নেডো আঘাত হানার সময় ১১০ জনের মতো লোক একটি মোমবাতি কারখানায় ছিল। সেখানে হয়তো অনেককেই আমাদের হারাতে হবে।
এ টর্নেডোকে চরম বিপর্যয় আখ্যায়িত করে রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ডরসেট বলেন, অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলমান রয়েছে।
শুক্রবার বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে দেশটির ৫টি রাজ্যে। রাজ্যগুলো হলো: কেন্টাকি, আরাকানসাস, ইলিনয়েস, মিশৌরি ও টেনিসি।
আরআই