ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করেছে রাশিয়া। ইতোমধ্যে রুশ সেনা দেশটির রাজধানী কিয়েভে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। ৪ দিনের মধ্যে তরা রাজধানী দখলে নিয়ে যনতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।
এর আগে যুক্তরাষ্ট্র বারবার ইউক্রেন আক্রমণ করতে রাশিয়াকে নিষেধ করে আসছিল। রাশিয়া আক্রমণ করলে নিষেধাজ্ঞা আরোপের হুমকিও প্রদান করে দেশটি। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেন, ইউরোপিয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনের সঙ্গে ফোনালাপের পর এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী লাভরভ এবং রাশিয়ার জাতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্র ইউরোপিয় ইউনিয়নের মতো সিদ্ধান্ত নেবে। খুব শিগগিরই এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারব বলে আশা করছি।’
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন বাইডেন। সে সময় পুতিনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না দেওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকি বলেন, এ সংঘাতের শুরু থেকেই প্রেসিডেন্টের কঠোর দৃষ্টিভঙ্গি এবং কঠোর নীতি, আমার বলা উচিত আগে থেকেই তিনি এমন। আমাদের ইউরোপিয় মিত্রদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত এবং পদক্ষেপ নেওয়ার বিষয়টি আবারও প্রমাণ হলো।’
খবর আল-জাজিরার