ভারতের জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক, কমেডিয়ান ও অভিনেতা মীর। মীরের পুরো নাম মীর আফসার আলী। সম্প্রতি বরের বেশে সামাজিক মাধ্যমে এক ছবি পোস্ট করেছেন। ওই পোস্টে লিখেছেন, ‘যাকে দেখছি সেই বিয়ে করছে!!! এই ছবিটা সেই সমস্ত সিঙ্গলদের জন্য যাদের এবারও হলো না!’
ভিকি কৌশল-ক্যাটরিনা কইফ, ভিকি জৈন-অঙ্কিতা লোখান্ডে, রাজকুমার রাও-পত্রলেখা। নভেম্বর ও ডিসেম্বর মাসজুড়ে আরব সাগর তীরে বিয়ের সানাই বেজেই চলেছে। কখনও গায়ে হলুদের বসন্ত রং ছবি, কখনও বা বিয়ের লালে-লাল উদযাপন ভেসে উঠছে ফেসবুক-ইনস্টাগ্রামে। এরই মধ্যে তিনি সামাজিক মাধ্যমে এমন ছবি পোস্ট করলেন।
শনিবার দুপুরে তার ইনস্টাগ্রামে শেয়ার করা ছবি বিয়ে করার ব্যাপারে যেন উস্কে দিল অনুরাগীদের। মাথায় টোপর, গলায় মালা, পরনে লাল পঞ্জাবি ও ঘিয়ে রঙা ধুতি। নেপথ্যের আসবাবেও বিয়ে বিয়ে গন্ধ।
আরআই