কোহলিকে অনুষ্কার চিঠি

১২ ডিসেম্বর ২০২১

পেশাগত জীবনে কিছুটা কঠিন সময় পার করছেন বিরাট কোহলী। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পদ থেকে সরানো হয়েছে তাকে। পেশাদার জীবনে এটা অবশ্য তেমন কিছু না। স্বাভাবিক ঘটনা। তবে কিছুটা বিষন্নতায় আছেন বিরাট। এমন সময় পাশে আছেন স্ত্রী অনুষ্কা। ঠিক যে ভাবে থাকার কথা, সে ভাবেই। শনিবার, চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে সে কথাই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে মনে করিয়ে দিয়েছেন বলিউড নায়িকা। প্রেমের চিঠি লিখেছেন বিরাটকে।

 

বিরাটের প্রিয় গানের পংক্তি দিয়ে শুরু হয়েছে সে চিঠি। বাংলায় যার অনুবাদ করলে দাঁড়ায়, ‘ঘরে ফেরার কোনো সহজ রাস্তা নেই।’

 

এর পরেই অনুষ্কা লিখেছেন, ‘এই গান তোমার প্রিয়। এই গানের শব্দগুলোকে সম্বল করেই তুমি বেঁচে থেকেছ। এই গানের কথা সম্পর্কের ক্ষেত্রেও খুব সত্যি। আমাকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ। প্রয়োজনে আমার কথা শোনার জন্য হৃদয়ের দরজা খুলে রেখেছ, ধন্যবাদ। যে বিশ্ব স্রেফ ধারণার উপর ভিত্তি করে চলে, সেখানে তোমার মতো মানুষ হতে গেলে প্রচণ্ড সাহসের দরকার। সমানে সমানে বিয়ে তখনই সম্ভব যখন দু'জনেই একটা নিরাপদ জীবনে দাঁড়িয়ে। আর তুমি আমার দেখা সবচেয়ে সুরক্ষিত ও নিরাপদ মানুষ।”

 

স্বামীর প্রশংসায় পঞ্চমুখ এ নায়িকা আরো লিখেছেন, ‘তারা সত্যিই ভাগ্যবান, যারা তোমাকে কাছ থেকে চেনে। তোমাকে নিয়ে যে সব ধারণা প্রচলিত আছে, তার বাইরে গিয়ে জানে তোমাকে। সব সাফল্যের আড়ালে তোমার মনকে চিনতে হবে। এ ভাবেই যেন ভালোবাসা, সততা, শ্রদ্ধা আর বিশ্বস্ততা আমাদের পথ দেখায়।’

 

অনুষ্কার এ চিঠির জবাবও দিয়েছেন বিরাট। স্ত্রীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘চার বছর ধরে তুমি আমার বোকা বোকা মজা আর আলস্য সহ্য করছ। চার বছর ধরে আমাকে আমার মতো করে মেনে নিয়েছো। যতই বিরক্ত হই না কেন, আমাকে ভালবেসেছ। চার বছর ধরে ঈশ্বর আমাদের আশীর্বাদ করেছেন। সব থেকে সৎ, সাহসী মহিলাকে আমার বিয়ে করার আজ চার বছর। সারা পৃথিবী আমার বিরুদ্ধে চলে গেলেও সত্যের পথে থাকার অনুপ্রেরণা জুগিয়েছ। আমাদের বিয়ের চার বছর। সব দিক দিয়ে তুমি আমাকে পরিপূর্ণ করেছ। সারা জীবন নিজের সবটা দিয়ে তোমাকে ভালোবাসব। আজকের দিনটা বেশি স্পেশ্যাল, কারণ পরিবার হিসেবে এটাই আমাদের প্রথম বিবাহবার্ষিকী। এই ছোট্ট শিশুর জন্য জীবন আজ পরিপূর্ণ।’

 

২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট-অনুষ্কা। গত বছর তাদের জীবনে এসেছে মেয়ে ভামিকা। বর্তমানে পেশাগত জীবনে খানিক ধূসর হলেও পরিবারকে নিয়ে বর্ণিল সময় কাটছে প্রাক্তন ভারত অধিনায়কের।

 

আরআই


মন্তব্য
জেলার খবর