দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় বেড়েছে। শনাক্ত হয়েছে ৩২৯ জন, মারা গেছেন ৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১৭৭ জন, মারা যায় ৫ জন। স্বাস্থ্য অধিদফতরের রোববার ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ২৮ জন। সুস্থতা ফিরে পেয়েছেন ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন। ১ কোটি ১১ লাখ ২০ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ২০।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৮ জন। নমুনা সংগৃহিত হয়েছে ২১ হাজার ৪০০টি। পরীক্ষা হয়েছে ২১ হাজার ৬১২টি। শনাক্তের হার ১ দশমিক ৫২। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। বিভাগের মধ্যে রংপুর ও রাজশাহীতে ২ জন করে এবং ঢাকা ও বরিশালে ১জন করে রয়েছেন, সবার মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে