ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। সম্প্রতি ফিরেছেন আমেরিকা সফর থেকে। দেশে ফিরলেও নেই অবসর। বেশ ব্যস্ত সময় কাটছে। করোনা মহামারির কারণে গত দুই বছর ধরে শো বন্ধ বললেই চলে। লেজাও ছিলেন সবার মতো ঘরেই। বাইরের তেমন করেননি।
করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। লকডাউনও তুলে দেয়া হয়েছে। মানুষের জীবন চলছে স্বাভাবিক ভাবেই। আবারও দেশে শুরু হয়েছে স্টেজ শো। লিজাও অংশ নিচ্ছেন এসেব শো তে।
স্টেজ শো নিয়ে লিজা বলেন, করোনা মহামারীর শুরু থেকেই নিরাপদে থাকার চেষ্টা করেছি। বাসা থেকেই বের হয়েছি খুব কম। তবে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় এখন শো হচ্ছে। শো নিয়ে তুমুল ব্যস্ততা যাচ্ছে। প্রায় প্রতিদিন শো করছি।
এরমধ্যে কয়েটি শোতে অংশ নিয়েছেন উল্লেখ করে লিজা বলেন, এরমধ্যে বেশ কিছু শো করলাম ঢাকার বাইরে। কুমিল্লা, সিলেট ও টাঙ্গাইলে শো করলাম। বেশ বড় মাপের শো হচ্ছে এখন। সামনেও ঢাকার বাইরে শো আছে। অনেক দিন পর শো আয়োজন হচ্ছে দেশব্যাপী। কেমন উপভোগ করা হচ্ছে? এ গায়িকা বলেন, স্বাভাবিক অবস্থায় বছরজুড়েই শোয়ের ব্যস্ততা থাকে আমার। তবে করোনা শুরু হওয়ার পর দীর্ঘদিনের গ্যাপ পড়ে যায়। সে সময় অনেক মিস করেছি স্টেজ ও শ্রোতাদের সরাসরি ভালোবাসা।
আরআই