মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন মির্জা ফখরুল

১২ ডিসেম্বর ২০২১

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা ও তার ছেলে তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা বলার মাধ্যমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবমাননা করেছেন বলে মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক। বলেছেন, প্রকৃত মুক্তিযোদ্ধা তারাই, যারা নির্যাতিত হয়েছে।

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রোববার এক আলোচনা সভায় বিষয়টি জানান। রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এ সভা হয়। সভা থেকে এমন  অবমাননার তীব্র নিন্দা জানান মন্ত্রী মোজাম্মেল হক।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী জানান, দেশে শুধু মুক্তিযোদ্ধা আছে। শিশু মুক্তিযোদ্ধা- এটা কাল্পনিক। বিস্ময় প্রকাশ করে মন্ত্রী বলেন, খালেদা জিয়া পাক বাহিনীর সঙ্গে ক্যান্টনমেন্টে আরাম-আয়েশে স্বেচ্ছায় আতিথেয়তা গ্রহণ করেছেন, তিনি কী করে মুক্তিযোদ্ধা হন। দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এমন কথা আশা করি না। খালেদা জিয়া মুক্তিযোদ্ধা ছিলেন না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা।

সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, আরও উপস্থিত ছিলেন— জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী প্রমুখ।

এমকে

 

 

/


মন্তব্য
জেলার খবর