মন্তব্য
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
মসজিদের নির্মাণাধীন ছাদ থেকে পড়ে জামাল হোসেন (৩৭) নামের এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাশপীর হাটে রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। জামাল দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার দোমাইল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, হাটের জামে মসজিদের তৃতীয় তলার ছাদ নির্মাণ কাজ চলছে। সেখানে অন্যান্য শ্রমিকদের সঙ্গে কাজ করছিলেন জামাল হোসেনও। এসময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে যান ও গুরুতর আহত হন তিনি। উপজেলার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
আব্দুল হাকিম ডালিম/এমকে